লক্ষ্য ও উদ্দেশ্য :

কল্যাণ কামী ব্যক্তিদের নিয়ে কল্যাণ সংঘ গঠিত হয়। WELFTION হল  একটি মানব কল্যাণ সংগঠন বা বিশ্বের কল্যাণকামী মানুষের একটি সম্মিলিত সংগঠন যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে...

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য : 

 ১.    শুভ বুদ্ধি সম্পন্ন জনগণকে ও কল্যাণ কামী ব্যক্তিদের, বিশেষ তরুণ ও ছাত্র সমাজকে সংগঠিত করা।
 ২.    সামাজ এবং মানুষের কল্যাণ ও উন্নয়নের লক্ষ্যে কাজ করবে ।
 ৩.    এলাকার দরিদ্র মেধাবী/অশিক্ষিত ছেলে/মেয়েদের প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা।
 ৪.    শিশুদের বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা এবং দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরন বিতরন করা।
 ৫.   যৌতুক প্রথা বন্ধ করা।
 ৬.    শীতার্থদের মধ্যে শীত বস্ত্র বিতরন ও হত দরিদ্রদের মধ্যে ঈদে নতুন জামা কাপড় বিতরণ করা।
 ৭.    মাদকাশক্তি ও অপরাধ মূলক কাজ থেকে বিরত থাকা এবং অন্যকে বিরত থাকার জন্য উৎসাহিত করা।   ৮.    ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।   ৯.    গুণী এবং সমাজসেবক দেরকে কৃতি সংবর্ধনা দেওয়া।
 ১০.    অন্যায় অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
 ১১. ক্ষোভ আক্রোশ প্রতিহিংসার বদলে  পরস্পরের প্রতি উদারতা, মমত্ববোধ সৃষ্টির বিষয়ে পরামর্শ দেওয়া।   ১২. বৃক্ষ রোপন করা & বৃক্ষ রোপনে উৎসাহী করা। (গাছ লাগান পরিবেশ বাচাঁন) বাস্তবায়িত করা।
 ১৩. আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা যেমনঃ কম্পিউটার, সামাজিক যোগাযোগ মাধ্যম, ই-মেইল, ওয়েবসাইট, সহ উন্নত প্রযুক্তি সম্পর্কে অপ্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে প্রাথমিক জ্ঞান প্রদান।
১৪. স্ব স্ব এলাকার এবং নিজ নিজ আবস্থানের আর্থ-সামাজিক অবস্থার সংগঠন কর্তৃক যথাসাধ্য পরিবর্তন সাধনের জন্য স্থায়ীত্বশীল উন্নয়নের মাধ্যমে, আত্ননির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠন করা। এটি একটি সামাজিক, সাংস্কৃতিক,সৃজনশীল ও সেচ্ছাসেবী সংগঠন ।এই সংগঠন    কৃষক, শ্রমিক, মজুর,ছাত্র, তথা সর্ব শ্রেণীর লোক নিয়ে গঠিত  এবং সর্ব শ্রেণীর  উন্নয়নের জন্য কার্যক্রম পরিচালনা করবে।
 ১৫. ভিক্ষুক ও দুঃস্থদের কল্যাণঃ  ভিক্ষা বৃত্তি বন্ধ করে প্রশিক্ষনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের এবং পনূর্বাসনের ব্যবস্থা  করা।
১৬. শিশু কল্যাণঃ  গরীব শিশু-কিশোরদের অক্ষরদান দেয়ার এবং শিশুদের খেলাধুলার পাশাপাশি সু-স্বাস্থ্য নিশ্চিত কল্পে ফ্রি চিকিৎসার ব্যবস্থা  করা এবং শিশুদের বাল্য বিবাহ রোধে সভা-সেমিনার ও গনসচেতনতা সৃষ্টি করা।
 ১৭. যুব কল্যাণঃ  এলাকার গরীব সম্প্রদায়ভূক্ত যুবকদের বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে আত্ননির্ভরশীলতা সৃষ্টির লক্ষ্যে বেকারত্ব দুর করা।
 ১৮. শারীরিক ও মানসিক অসমর্থ ব্যক্তিদের কল্যাণঃ প্রতিবন্ধীদের প্রশিক্ষনের মাধ্যমে আত্ন-কর্মসংস্থা নের ব্যবস্থা  করা।
 ১৯. সমাজ বিরোধী কার্যকলাপ হতে জনগণকে বিরত রাখবার উদ্দেশ্যে  চিত্তবিনোদন কর্মসূচী পালন করা।
 ২০. নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করিবার উদ্দেশ্যে সামাজিক শিক্ষা ও সেমিনার করা।
 ২১. সামাজিক অসমর্থ ব্যক্তিদের কল্যাণঃ  চিত্ত বিনোদনের ব্যবস্থা  করা এবং বৃদ্ধদের সেবা যত্ন করা এবং ঔষধপত্রের ব্যবস্থা  করা।
 ২২. সমাজকল্যাণ কার্যে প্রশিক্ষণঃ  যে কোন সেবামূলক কাজে জনগনকে উদ্ভুদ্ধ করা এবং জনগনকে সেবামূলক কাজে সহযোগিতা করা।এমনকি খাদ্য দ্রব্যকে বিষ মুক্ত রাখা ও কৃষকদেরকে কেমিক্যাল ব্যতিত ফসল উৎপাদানে সাহায্য কর।
 ২৩. সমাজকল্যাণ সংস্থা  সমূহের সমন্বয় সাধনঃ নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংস্থা  সমূহের সমন্বয়ে জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহে সহায়তা করা।
 ২৪. খেলাধুলা ও সাংস্কতিক কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করা। মাসিক ভাবে সচেতন মেম্বারদের বই প্রদান করা। ২৫. সরকারের উন্নয়ন মূলক সামাজিক সংগঠন সমূহের সহায়ক শক্তি হিসাবে কাজ করা। গণশিক্ষা গ্রহণে বয়স্কদের উদ্ধুদ্ধ করা, উন্নত প্রযুক্তির কৃষি, মৎস্য চাষ,  হাঁস মুরগী পালন, হস্ত ও কুটির শিল্প স্থাপন,হেচারী ও নার্সারী সহ অন্যান্য কার্যক্রম সম্মন্ধে গ্রামবাসীর মধ্যে জ্ঞান দানের নিমিত্তে সংশ্লিষ্ট উন্নয়ন মূলক কর্মকান্ডে আমন্ত্রন করা এবং সভা ও সেমিনারের আয়োজন করা। পরিবার পরিকল্পনার মাঠকর্মীদের সাথে সমন্বয় সাধন করে পরিকল্পিত পরিবার গঠনে জনগনকে উদ্ধুদ্ধ করা। ২৬. স্কুল,কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি পরিষ্কার পরিচ্ছন্নের তাগিদ দেওয়া।
 ২৭. স্বাস্থ্যসেবা বিষয়ক সকল প্রকার সচেতনতা জোরদার করা।
 ২৮. সদস্যদের যৌথ প্রচেষ্ঠায় সম্ভব হলে সদস্যদের ট্রেনিং প্রদান করা।
২৯. দুর্ভিক্ষ, বন্যা, ঘুর্ণিঝড়, ভূমিকম্প,মহামারী,  অনাবৃষ্টি, অতিবৃষ্টি, সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগে সাহায্য সামগ্রী নিয়ে দুঃস্থ ও ক্ষতিগ্রস্থদের পাশে এগিয়ে যাওয়া এবং  প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ বিপর্যয়ে ক্ষতিগ্রস্থদের পূনর্বাসনে জাতীয় পর্যায়ে কাজ করা।
 ৩০. সামাজিক কল্যাণে সবসময় ব্যক্তি ও সংগঠন এর পাশে থাকা। এবং
৩১. এই সংগঠনের প্রয়োজনে যুগোপযোগী প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা।

Comments

®WelFTion Popular Posts

©মানবকল্যাণ সংঘ (®Welftion)

পরিচালনা কমিটি গঠন তন্ত্র

welftion - وعلفشن - ওয়েলফশন আবেদন করুন || Welftion Apply

ওয়েলফশন ~ কল্যাণ সংঘ

Welftion Human Welfare Association || ওয়েলফশন মানবকল্যাণ সংঘ

ওয়েলফশনার আড্ডা

আড্ডা:ঢাকা ওয়েলফশন মিটআপ, আগস্ট ২০১৯