কল্যাণ সংঘ

"কল্যাণে আমরা"                                                                             "শান্তিতে আমরা " 


                                            "মানবকল্যাণ সংঘ "                                                                                   ©WELFTION

নাম : কল্যাণ সংঘ (EN- Welfare Associatio)
 ডাক নাম : 'মানবকল্যাণ সংঘ'
                        (EN- Human Welfare Associatio)
 সরকারি নাম : ওয়েলফশন (EN- WELFTION) 

ওয়েলফশন হল  একটি মানব কল্যাণ সংগঠন বা বিশ্বের কল্যাণকামী মানুষের একটি সম্মিলিত সংগঠন।
নেতিবাক্য :
                   "এসো মোরা কাজ করি মানবতার কল্যাণে, গড়ি এক সমৃদ্ধ সমাজ"

স্লোগান :
               "সমরে আমরা,কল্যাণে আমরা,সর্বত্র আমরা,শান্তিতে আমরা"

শপথ :
            আমি শপথ করতেছি যে সর্বদা কল্যাণের জন্য কাজ করব এবং সকল মন্দ কাজ থেকে বিরত থাকব।"

শপথগ্রহণ :  
                          "আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, কল্যাণ সংঘের প্রতি অনুগত থাকিব, কল্যাণ সংঘের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে আল্লাহ, আমাকে শক্তি দিন, আমি যেন মানব জাতির কল্যাণ করিতে পারি এবং কল্যাণ সংঘকে একটি শক্তিশালী ও আদর্শ সংঘ হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন।"

মূলনীতিঃ  ওয়েলফশনের মূলনীতি  শিক্ষা, শান্তি, প্রগতি, একতা বা ঐক্যবদ্ধ (ঐক্য), বিশুদ্ধ উদ্দেশ্য, বিশ্বস্ত ও বন্ধুত্বপূর্ণ। 

                                            "মানবকল্যাণ সংঘ "                                


মানবকল্যাণ সংঘ একটি মানব কল্যাণ সংগঠন বা বিশ্বের কল্যাণকামী মানুষের একটি সম্মিলিত সংগঠন যার মূল লক্ষ্য হচ্ছে.. মানুষকে কল্যাণের পথে ডাকা। সাধারণত কল্যাণ কামী মানুষকে একত্র করে সার্বিক ভাবে মানুষের কল্যাণ সাধন করা। কল্যাণ সংঘের - মুল ভিত্তি হিসেবে ধরা হয় ৩টি মূলনীতিকে। এগুলো হলো: বিশ্বস্ত ও বন্ধুত্বপূর্ণ , একতা বা ঐক্যবদ্ধ , এবং WELFTION বা কল্যাণের জন্য  বিশুদ্ধ উদ্দেশ্য নিয়ে একত্রিত হওয়া.

 বিশ্বস্ত ও বন্ধুত্বপূর্ণ : কল্যাণ সংঘের সাথে সংশ্লিষ্ট প্রতেকে হবে বিশ্বস্ত বন্ধুপূর্ণ। “ বিশ্বস্ত বন্ধু হচ্ছে প্রাণরক্ষাকারী ছায়ার মতো। যে তা খুঁজে পেলো, সে একটি গুপ্তধন পেলো। ” (নিটসে)

 একতা বা ঐক্যবদ্ধ : আমারা বিশ্বাস করি যদি মিলেমিশে একজোট হয়ে থাকি, তবে কোনো শত্রুই আমাদের ক্ষতি করতে পারবে না। কারণ একতার ক্ষমতা অনেক বেশি। আর যদি সব সময় ঝগড়া-বিবাদ করি, আলাদা হয়ে থাকি, একজন বিপদে পড়লে তার পাশে সবাই না দাঁড়াই, তাকে সাহায্য না করি, তবে শত্রুরা আমাদের একা পেয়ে ঘায়েল করে দেবে। তাই আমাদের মধ্যে থাকবে একতা। মহান রাব্বুল আলামিন ইরশাদ করেন, ‘হে মুমিনগণ! তোমারা আল্লাহর রজ্জুকে (ইসলাম) আঁকড়ে ধর (ঐক্যবদ্ধ হও) এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।’ -সূরা আল ইমরান: ১০৩ হজরত রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘পারস্পরিক ভালোবাসা, দয়া, অনুগ্রহ, মায়া-মমতার দৃষ্টিকোণ থেকে তুমি মুমিনদের দেখবে একটি দেহের মতো। যদি দেহের কোনো একটি অংশ আহত হয়ে পড়ে তবে অন্যান্য অংশও তা অনুভব করে।’ -সহিহ বোখারি ও মুসলিম।


 WELFTION বা কল্যাণের আহবান : কল্যাণের জন্য একত্রিত হওয়া কল্যাণের দাওয়াত দেওয়া। মানুষকে কল্যাণের পথে ডাকা। সাধারণত কল্যাণ কামী ব্যক্তিদের একত্রিত করা। সার্বিক ভাবে মানুষের কল্যাণ সাধন করা। পবিত্র উদ্দেশ্য নিয়ে একত্রিত  হবে। কল্যাণ সংঘের সাথে সংশ্লিষ্ট প্রতেকের উদ্দেশ্য থাকবে বিশুদ্ধ ও পবিত্র। যারা কল্যাণ সংঘ যোগদিবেন  বা WELFTION এর সাথে যারা  যুক্ত হয় তারকে  বলা হয় WELFaN বা Weltionar।
অর্থাৎ কল্যাণের বন্ধু বা কল্যাণ সংঘের বন্ধু। 

Comments

"মানবকল্যাণ সংঘ "
Anonymous said…
WELFTION

®WelFTion Popular Posts

©মানবকল্যাণ সংঘ (®Welftion)

পরিচালনা কমিটি গঠন তন্ত্র

welftion - وعلفشن - ওয়েলফশন আবেদন করুন || Welftion Apply

ওয়েলফশন ~ কল্যাণ সংঘ

Welftion Human Welfare Association || ওয়েলফশন মানবকল্যাণ সংঘ

ওয়েলফশনার আড্ডা

আড্ডা:ঢাকা ওয়েলফশন মিটআপ, আগস্ট ২০১৯