ব্যবহারের শর্তাবলি

আমাদের সাইট দেখার জন্য আপনাকে ধন্যবাদ। মানবকল্যাণ সংঘের সাইটে সেবা সংক্রান্ত হালনাগাদ তথ্য সরবরাহের একটি উদ্যোগ। মানবকল্যাণ সংঘের সাইট WELFTION কতৃপক্ষ কর্তৃক পরিচালিত।

 এই সাইটটি ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই কিছু শর্তাবলি মেনে চলতে হবে, যা আপনি এই সাইটে প্রবেশ করা মাত্রই প্রযোজ্য।


 শর্তাবলি :

এই সাইটের সাথে লিংককৃত অন্যান্য সাইটের কোন তথ্যের জন্য কোন ধরনের আর্থিক সহায়তা প্রদান করে না।
 এই সাইটের উদ্দেশ্য শুধুমাত্র সাধারণ তথ্য প্রদান করা। এগুলো মূল নথি নয়। এখানে প্রদত্ত তথ্যগুলোর কোন অসংগতি বা ভুলের কারণে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষতির কারণ ঘটলে কতৃপক্ষ দায়বদ্ধ থাকবেনা।
 এই সাইটের মাধ্যমে আপনি মানবকল্যাণ সংঘ কেন্দ্রীয় পরিষদের কতৃপক্ষের নিয়ন্ত্রণে নয় এমন অন্যান্য ওয়েবসাইটের লিঙ্ক করতে পারবেন।
এধরণের লিঙ্ক/সাইটে প্রদত্ত তথ্যের দায়দায়িত্ব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এ সাইটের উপর বর্তাবেনা।
 কোন অসংগতি নজরে এলে মানবকল্যাণ সংঘ কতৃপক্ষ কে জানানো যেতে পারে।  এই সাইটের কর্মকাণ্ডের কোন ধরনের অবিচ্ছিন্নতার জন্য নিশ্চয়তা প্রদান করবে না ।


 কপিরাইট:

এই সাইটে যেসব কনটেন্ট, তথ্যাদি এবং ট্রেডমার্কস প্রদর্শিত হচ্ছে কিংবা এই সাইটের সাথে লিংককৃত অন্যান্য ওয়েবসাইটের সমস্ত তথ্যাদির কপিরাইট তাদের নিজস্ব এবং তা কপিরাইট আইন (সংশোধিত ২০০৫ সালে) এর মাধ্যমে সংরক্ষিত।


 তথ্যের কাজ এবং প্রিন্ট:

 এই সাইটের সকল ব্যবহারকারী সাইটে প্রদর্শিত সকল তথ্যের কোন রকম পরিমার্জন , সংযুক্তিকরণ এবং সংশোধন ব্যতীত প্রিন্ট করতে পারবেন। কিন্তু এই সাইটে প্রকাশিত কোন তথ্য যা মানবকল্যাণ সংঘের নয় এবং যাতে অন্য কোনো সংস্থার কপিরাইট রয়েছে সেক্ষেত্রে সে সংস্থার অনুমতি গ্রহণ করতে হবে।


 অন্যান্য সাইটের সঙ্গে সংযোগ:

 এই সাইটের সঙ্গে অন্যান্য সাইটের সংযোগ রয়েছে যা মানবকল্যান সংঘ কর্তৃক পরিচালিত নয় কিংবা এর নিয়ন্ত্রণাধীন নয়। আমরা এই ধরনের সংযোগকৃত সাইটের কনটেন্ট এবং তা সবসময় কার্যকর রাখার জন্য দায়বদ্ধ নই।


 প্রবেশাধিকার:

 কোন বিশেষ ব্যক্তি অথবা ইন্টারনেট থেকে ব্রাউজকৃত কোন বিশেষ ঠিকানাকে কোন প্রকার কারণ দর্শানো ব্যতীত এই সাইটে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।


 নীতিমালা সংযোজন এবং পরিবর্তনের নোটিশ:

 কোন প্রকার নোটিশ ব্যতীত যে কোন সময় এই নীতিমালা সংশোধন করা হতে পারে। যেকোন তথ্য যা বর্তমান নীতিমালার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছিল তা এসব শর্তাবলি মেনে চলবে। নীতিমালার পরিবর্তনের পর যদি কোন তথ্য সংগ্রহ করা হয় তা অবশ্যই পরিবর্তিত নীতিমালার মাধ্যমে পালনীয় হবে।


 আরো তথ্যের জন্য যোগাযোগ করুন:

 মানবকল্যাণ সংঘ
 WELFTION কেন্দ্রীয় পরিষদ,
 বারিষাব, কাপাসিয়া, গাজীপুর, ঢাকা, বাংলাদেশ.
  ISO 3166 code
 হেল্পলাইন: +............
 ফ্যাক্স -.................. https://welftion.blogspot.com/
 ই-মেইল: welftion@gmail.com

Comments

®WelFTion Popular Posts

©মানবকল্যাণ সংঘ (®Welftion)

পরিচালনা কমিটি গঠন তন্ত্র

welftion - وعلفشن - ওয়েলফশন আবেদন করুন || Welftion Apply

ওয়েলফশন ~ কল্যাণ সংঘ

Welftion Human Welfare Association || ওয়েলফশন মানবকল্যাণ সংঘ

ওয়েলফশনার আড্ডা

আড্ডা:ঢাকা ওয়েলফশন মিটআপ, আগস্ট ২০১৯