©মানবকল্যাণ সংঘ (®Welftion)


©ওয়েলফশন

বিশ্বের কল্যাণ কামী ব্যক্তিদের একত্রিত করে। স্ব স্ব এলাকার শিক্ষা সচেতনতা, বেকারত্ব দূরীকরণ, আর্থ-সামাজিক উন্নয়ন, ক্রীড়া, সাংস্কৃতিক পরিবেশ, আত্ম-কর্মসংস্থান এবং মানবাধিকার প্রতিষ্ঠাসহ পারষ্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের সেতু স্থাপন তথা আদর্শ সমাজ জীবন গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে সামাজিক, প্রগতিশীল ও উন্নয়নমুখী স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে এই সংগঠনের আত্মপ্রকাশ। সংগঠনের নামঃ এই সংগঠনের নাম হবে “কল্যাণ সংঘ”। ডাক নাম : 'মানবকল্যাণ সংঘ' সরকারি নাম : ওয়েলফশন (EN- WELFTION) নীতিবাক্য নীতিবাক্য : "এসো মোরা কাজ করি মানবতার কল্যাণে, গড়ি এক সমৃদ্ধ সমাজ" স্লোগান : স্লোগান : "সমরে আমরা,কল্যাণে আমরা,সর্বত্র আমরা,শান্তিতে আমরা" শপথ : শপথ : "আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, কল্যাণ সংঘের প্রতি অনুগত থাকিব, কল্যাণ সংঘের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে প্রভু, আমাকে শক্তি দিন, আমি যেন মানব জাতির কল্যাণ করিতে পারি এবং কল্যাণ সংঘকে একটি শক্তিশালী ও আদর্শ সংঘ হিসেবে গড়িয়া তুলিতে পারি।" 'আমিন।' সংগঠনের ধরন: কল্যানমূখী, সমাজসেবা মূলক,উন্নয়ন মূলক, সেচ্ছাসেবা ও সামাজিক সংগঠন অর্থাৎ এটি একটি মানব কল্যাণসংঘ বা বিশ্বের কল্যাণকামী মানুষের একটি সম্মিলিত সংগঠন। সংগঠনের মুলমন্ত্র: ” সততা, ঐক্য, বন্ধুত্বপূর্ণ, বিশ্বস্ততা, সহযোগিতা, শিক্ষা, শান্তি, ও উন্নতি ” সংগঠনের মুলমন্ত্র হিসেবে বিবেচিত হবে। সংগঠন প্রতিষ্ঠা কালঃ ০৪ ফেব্রুয়ারি ২০১৯ইং।

Comments

®WelFTion Popular Posts

পরিচালনা কমিটি গঠন তন্ত্র

welftion - وعلفشن - ওয়েলফশন আবেদন করুন || Welftion Apply

ওয়েলফশন ~ কল্যাণ সংঘ

Welftion Human Welfare Association || ওয়েলফশন মানবকল্যাণ সংঘ

ওয়েলফশনার আড্ডা

আড্ডা:ঢাকা ওয়েলফশন মিটআপ, আগস্ট ২০১৯