লক্ষ্য ও উদ্দেশ্যঃ

লক্ষ্য ও উদ্দেশ্যঃ
 এই সংগঠনের মুল লক্ষ ও উদ্দেশ্য হল বিশ্বের কল্যাণ কামী দল & ব্যক্তিদের একত্রিত করে। বিশ্বব্যাপি & স্ব স্ব এলাকার শিক্ষা সচেতনতা, বেকারত্ব দূরীকরণ, আর্থ-সামাজিক উন্নয়ন, ক্রিয়া , সাংস্কৃতিক পরিবেশ, আত্ম-কর্মসংস্থান, মানবাধিকার এবং সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠাসহ পারষ্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের সেতু স্থাপন । তথা কল্যাণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা। মানবকল্যাণে অংশগ্রহণ ও কল্যাণমূলক কার্যকলাপে সাহায্য সহযোগিতায় অংশগ্রহণ ও সকল কল্যাণ কামী দল এবং সৎ ও নিষ্ঠাবান ব্যাক্তিদের একত্রিত করে সার্বিক ভাবে কল্যাণ সাধিত করা। বিভিন্ন কর্মসূচি গ্রহনের মাধ্যমে তা বাস্তবায়ন করা ।


শপথ : "আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, কল্যাণ সংঘের প্রতি অনুগত থাকিব, কল্যাণ সংঘের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব।
হে প্রভু, আমাকে শক্তি দিন, আমি যেন মানব জাতির কল্যাণ করিতে পারি এবং কল্যাণ সংঘকে একটি শক্তিশালী ও আদর্শ সংঘ হিসেবে গড়িয়া তুলিতে পারি।"
'আমিন।'





DONATE : +8801518383566

Comments

®WelFTion Popular Posts

©মানবকল্যাণ সংঘ (®Welftion)

পরিচালনা কমিটি গঠন তন্ত্র

welftion - وعلفشن - ওয়েলফশন আবেদন করুন || Welftion Apply

ওয়েলফশন ~ কল্যাণ সংঘ

Welftion Human Welfare Association || ওয়েলফশন মানবকল্যাণ সংঘ

ওয়েলফশনার আড্ডা

আড্ডা:ঢাকা ওয়েলফশন মিটআপ, আগস্ট ২০১৯