ওয়েলফশন ~ কল্যাণ সংঘ ~ প্রচার পত্র

 بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ


 "সততায় আমরা" "কল্যাণে আমরা" "শান্তিতে আমরা" ওয়েলফশন ~ মানবকল্যাণ সংঘ বিশ্বের কল্যাণকামী মানুষের একটি সম্মিলিত সংগঠন।

 স্থাপিত : ০৪ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিঃ

 E-mail : welftion@yahoo.com




ধারা ৫ঃ
মূলনীতিঃ সংগঠনের মূলনীতি হবে শিক্ষা, শান্তি, প্রগতি (উন্নয়ন), একতা বা ঐক্যবদ্ধ (ঐক্য),সততা (বিশুদ্ধ উদ্দেশ্য),সহযোগিতা, বন্ধুত্বপূর্ণ (বিশ্বস্ত বন্ধুত্বপূর্ণ)। 



 সংগঠন একটি সামাজিক প্রক্রিয়া। যেখানে একদল মানুষ একটি সাংগাঠনিক কাঠামোর অন্তভুক্ত হয়ে নিদিষ্ট কিছু লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সর্বদা নিরন্তর। মানবকল্যাণ সংঘ এর ব্যাতিক্রম নয়। ওয়েলফশন একটি মানবসেবা ও মানব উন্নয়ন মূলক সামাজিক সংগঠন । যেখানে বিশ্বের কল্যাণ কামী দল & ব্যক্তি একত্রিত হয়ে। স্ব স্ব এলাকার শিক্ষা সচেতনতা, বেকারত্ব দূরীকরণ, আর্থ-সামাজিক উন্নয়ন, ক্রিয়া, সাংস্কৃতিক পরিবেশ, আত্ম-কর্মসংস্থান, মানবাধিকার এবং সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠাসহ পারষ্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের সেতু স্থাপন তথা আদর্শ সমাজ জীবন গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে সামাজিক, উন্নয়নশীল ও উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে এই সংগঠনের আত্মপ্রকাশ। যা মানুষ ও মানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ। আপনিও যদি হাতে হাত রেখে, কাধে কাধ মিলিয়ে মানবসেবা ও মানব উন্নয়ন মূলক সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করেতে চান যোগ দিন আমাদের সাথে, যোগ দিন ওয়েলফশন~মানবকল্যাণ সংঘে।

"এসো মানবতার কল্যাণে কাজ করি, সুন্দর সমাজ গড়ি"

 ওয়েলফশন ~ (EN-Welftion)
ডাক নাম : মানবকল্যাণ সংঘ ~ (EN- Human Welfare Association)
 অন্য নাম : কল্যাণ সংঘ ~ (EN-Welfare Association)

 লক্ষ্য ও উদ্দেশ্যঃ এই সংগঠনের মুল লক্ষ ও উদ্দেশ্য হল বিশ্বের কল্যাণ কামী দল & ব্যক্তিদের একত্রিত করে। বিশ্বব্যাপি & স্ব স্ব এলাকার শিক্ষা সচেতনতা, বেকারত্ব দূরীকরণ, আর্থ-সামাজিক উন্নয়ন, ক্রিয়া , সাংস্কৃতিক পরিবেশ, আত্ম-কর্মসংস্থান, মানবাধিকার এবং সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠাসহ পারষ্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের সেতু স্থাপন । তথা কল্যাণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা। মানবকল্যাণে অংশগ্রহণ ও কল্যাণমূলক কার্যকলাপে সাহায্য সহযোগিতায় অংশগ্রহণ ও সকল কল্যাণ কামী দল এবং সৎ ও নিষ্ঠাবান ব্যাক্তিদের একত্রিত করে সার্বিক ভাবে কল্যাণ সাধিত করা। বিভিন্ন কর্মসূচি গ্রহনের মাধ্যমে তা বাস্তবায়ন করা ।

 ওয়েলফশনে যোগদান / আবেদনের যোগ্যতা / সদস্যপদ লাভঃ

১। এই সংগঠনের সদস্যপদ লাভের জন্য আবেদন করতে পারবেন সুস্থ মস্তিষ্কের যেকোন ব্যক্তি।
 ২। সৎ , নিষ্ঠাবান, কর্তব্যপরায়ণ ও দায়িত্ববোধ সম্পন্ন এবং মানবকল্যাণ ও সমাজসেবার মত মহান ইচ্ছা-শক্তি আছে এমন যেকোন  ব্যক্তি সদস্য হতে পারবে।
 ৩। প্রত্যেক আবেদন কারি ব্যক্তি /সদস্যাকে আবেদন ফি বাবদ সর্বনিম্ন ( অফেরতযোগ্য) ২০/- (বিশ) টাকা ও মাসিক ফি বাবদ যোগদান / আবেদন ফর্মে উল্লেখিত হারে (অফেরতযোগ্য) চাঁদা সংশ্লিষ্ট শাখায় প্রদান করতে হবে। ফ্রি জমাদানের মাধ্যমে :~ [[ Bkash, DBBL ~ +8801518383566 ~ 0 ]]
 ৪। সংগঠনের এককালিন ১০০০০০/- (এক লক্ষ টাকা) এর অধিক আর্থিক বা সমমূল্যে সম্পত্তি দান করলে তাকে সম্মানসূচক আজীবন দাতা সদস্য পদ প্রদান করবেন।
 ৫। সংগঠনের গঠনতন্ত্র মেনে চলা এবং সংগঠনের স্বার্থ পরিপন্থী কোন কাজে লিপ্ত হবে না এই মর্মে অংঙ্গীকার করবেন।
৬ । প্রতেক সদস্য ওয়েলফশনের প্রয়োজনে এগিয়ে আসতে বাধ্য থাকবে।
 ৭। ১০ ধারার ~ উপধারা -১ যোগদান/আবেদন ফর্মে উল্লেখিত চাঁদার পরিমাণ এইভাবে উল্লেখ করতে পারবে। যে মাসে...____...এত টাকা বা আমার প্রতি মাসের মোট আয়ের..___.. এত % অর্থ বা টাকা দিব। চাঁদা দিতে না পারলে উক্ত খালিঘর একটানে কেটে দিবে বা এখন না লিখে খালিঘর পূরণ করবেন।

 উপধারা -২ সাধারণ সদস্য হবার শর্তাবলীঃ (১) ওয়েলফশন এর সাধারণ সদস্য হবার নূন্যতম বয়স ১৮ বছর হতে হবে। (২) ওয়েলফশন কেন্দ্রীয় পরিষদ কর্তৃক নির্ধারিত আবেদন ফরমের মাধ্যমে অনুমোদিত প্রতিনিধি / সিইও / সভাপতি সাধারণ সম্পাদক বরাবর আবেদন করতে হবে। (৩) ভদ্র, রুচিশীল, উদ্যোগী, সদাচারী ও মননশীল হতে হবে। (৪) প্রত্যেক সদস্যকে প্রতি মাসে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাসিক চাঁদা দিতে হবে। এই ক্ষেত্রে ১০ ধারার ১উপধারর উল্লেখিত নিয়ম অনুসরণ করবে। (৫) যারা স্বেচ্ছাসেবী মনোভাবাপন্ন এবং নিজেদের তথা দেশের ও এলাকার মানব জাতির উন্নয়নে কাজ করার লক্ষ্যে সমাজিক উন্নয়নমূলক বিভিন্ন সৃজনশীল কাজে সম্পৃক্ত কিংবা সম্পৃক্ত হতে ইচ্ছুক এবং নৈতিকতা বিরোধী কোনো কার্যক্রমে লিপ্ত নয়। (৬) যারা নিজেদের মেধার সর্বোচ্চ বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি ক্ষুধামুক্ত ও আত্মনির্ভরশীল বিশ্ব / দেশ ও এলাকা গঠনে বিশেষ ভূমিকা রাখতে আগ্রহী।

 সংগঠনের মুলমন্ত্র: ” সততা, ঐক্য,সহযোগিতা, শিক্ষা, শান্তি, উন্নতি ও বিশ্বস্তত বন্ধুত্বপূর্ণ ”

 ধারা- ১১ সদস্যদের প্রকারভেদ ঃ
১। আজীবন দাতা সদস্য।
২। দাতা সদস্য।
৩। আজীবন সদস্য।
 ৪। সাধারণ সদস্য।
৫। উপদেষ্টা বা পরামর্শদাতা সদস্য।
 ৬। ওয়েলফশনার বা ওয়েলফেন।
 ৭। উৎসাহ প্রদানকারী বা সাহায্যকারী সদস্য।

 (১) আজীবন দাতা সদস্য ঃ যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সংগঠনের জন্য ১০০০০০ (এক লক্ষ ) এর অধিক আর্থিক বা সমমূল্যে সম্পত্তি দান করলে তাকে সম্মানসূচক আজীবন দাতা সদস্য পদ প্রদান করবেন। (২) দাতা সদস্য ঃ যে ব্যক্তি এককালিন ১০০০০/- (দশ হাজার) টাকা বা সমমূল্যের সম্পদ সংগঠনকে দান করবেন এবং যোগ্যতা যাচাইয়ের নির্বাহী পরিষদেও অনুমোদন লাভ করবেন কেবল তাকে দাতা সদস্য বলে গণ্য করা হবে। নির্বাহী পরিষদ ইচ্ছা করলে চাঁদা ছাড়াও বিশেষ গুণ সম্পন্ন ব্যক্তিকে দাতা সদস্য হিসাবে গ্রহণ করতে পারবেন।
 (৩) আজীবন সদস্য ঃ যে ব্যক্তি এককালিন ৪০০০/- (চার হাজার) টাকা বা সমমূল্যের সম্পদ সংগঠনকে দান করবেন এবং যোগ্যতা যাচাইয়ে নির্বাহী পরিষদেও অনুমোদন লাভ করবেন কেবল তাকে আজীবন সদস্য বলে গণ্য করা হবে। নির্বাহী পরিষদ ইচ্ছা করলে চাঁদা ছাড়াও বিশেষ গুণ সম্পন্ন ব্যক্তিকে আজীবন সদস্য হিসাবে গ্রহণ করতে পারবেন।
 (৪) সাধারণ সদস্য ঃ যে সকল সদস্য নিয়মিত (অফেরতযোগ্য) মাসে সর্বনিম্ন ১০০/- (একশত) টাকা অথবা বছরে ৫০০/- (পাঁচশত) টাকা চাঁদা প্রধান করবে। এবং কল্যাণ কামী দলের প্রদান, কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদক মন্ডলীর নিয়ন্ত্রনাধীন শাখা কমিটি সমুহের মধ্যে থেকে মহানগর কমিটি, উপজেলা কমিটির এবং ওয়ার্ড/আঞ্চলিক কমিটির সাধারণ সদস্য বলে গণ্য হবে। নির্বাহী পরিষদ ইচ্ছা করলে চাঁদা ছাড়াও বিশেষ গুণ সম্পন্ন ব্যক্তিকে সাধারণ সদস্য হিসেবে গ্রহণ করতে পারবেন।
 (৫)উপদেষ্টা বা পরামর্শ দাতা সদস্য ঃ কোন ব্যক্তি সংগঠনের সব সময় মঙ্গল কামনা করলে সুপরামর্শ প্রদান করিলে তাকে সম্মানজনক (পৃষ্টপোষক) উপদেষ্টা / পরামর্শ দাতা সদস্য হিসাবে বিবেচিত হবে।
 (৬) ওয়েলফশনার বা ওয়েলফেন ঃ যে সকল ব্যাক্তি বিশ্বাস করে ওয়েলফশন (কল্যাণ কামী দল বা সংঘ) শান্তি এবং উন্নয়নের জন্য কাজকরে মুখেবলে, একমত পোষণ করে এবং তা কথা ও কাজে বাস্তবায়ন করে। সংগঠনের সব সময় মঙ্গল কামনা করে। অর্থাৎ ওয়েলফশনের সাথে মানবতার স্বার্থে মানব কল্যাণে কাজ করে।
 (৭) উৎসাহ প্রদানকারী বা সাহায্য কারী সদস্য ঃ যে সকল ব্যাক্তি কল্যাণের কথা বলবে ও কল্যাণ করার ইচ্ছাপোষণ করবে, বাস্তবায়ন করার সর্বউচ্চ চেষ্টা করবে এবং ওয়েলফশন কে সামনের দিকে এগিয়ে নিতে উৎসাহ প্রদান করবে প্রয়োজনে সাহায্য সহযোগিতা করবে তাদেরকে উৎসাহ প্রদানকারী বা সাহায্য কারী সদস্য বলে গণ্য করা হবে। [[বিঃদ্রঃ শিক্ষাগত যোগ্যতা যাচাই করা হবে]]

 শপথ : "আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, কল্যাণ সংঘের প্রতি অনুগত থাকিব, কল্যাণ সংঘের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে প্রভু, আমাকে শক্তি দিন, আমি যেন মানব জাতির কল্যাণ করিতে পারি এবং কল্যাণ সংঘকে একটি শক্তিশালী ও আদর্শ সংঘ হিসেবে গড়িয়া তুলিতে পারি।" 'আমিন।'

  DONATE : +8801518383566- 0

Comments

®WelFTion Popular Posts

©মানবকল্যাণ সংঘ (®Welftion)

পরিচালনা কমিটি গঠন তন্ত্র

welftion - وعلفشن - ওয়েলফশন আবেদন করুন || Welftion Apply

ওয়েলফশন ~ কল্যাণ সংঘ

Welftion Human Welfare Association || ওয়েলফশন মানবকল্যাণ সংঘ

ওয়েলফশনার আড্ডা

আড্ডা:ঢাকা ওয়েলফশন মিটআপ, আগস্ট ২০১৯